রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ।। ১১ মাঘ ১৪৩২ ।। ৬ শাবান ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে দেওয়াল ঘড়ির প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ নির্বাচনে কোনো রক্তচক্ষুকে বরদাশত করা হবে না: বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহে জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা ৮ ফেব্রুয়ারি খুলনায় পীর সাহেব চরমোনাই-এর  সমাবেশ ফ্যামিলি কার্ডের নামে বিএনপি প্রতারণা করছে: গোলাম পরওয়ার বিএনপি দুর্নীতির টুটি চেপে ধরবে : তারেক রহমান প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল হারামাইনে ইফতার ব্যবস্থাপনায় চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ঘুমের আগে ফোন ব্যবহার, নীরবে বাড়ছে মানসিক ও শারীরিক স্বাস্থ্যঝুঁকি কাশ্মীরে বহুস্তরীয় নিরাপত্তা, ঝুঁকি নেই বলে জানাল পুলিশ

খেলাফত আন্দোলন কি সত্যিই ১০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

জামায়াতে ইসলামীসহ ১০ দল মিলে যে নির্বাচনি ঐক্য হয়েছে সেখানে অন্যতম দল বাংলাদেশ খেলাফত আন্দোলন। হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত দলটি ১০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে বলে খবর বেরিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে খবরটি ছড়াচ্ছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, দলটি এখনো জোটেই আছে। জোট ত্যাগের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জোট ত্যাগের বিষয়ে যোগাযোগ করা হয় খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীর সঙ্গে। তিনি আওয়ার ইসলামকে জানান, যে খবর ছড়িয়েছে সেটা গুজব। এমন কোনো সিদ্ধান্ত তাদের দলীয় ফোরামে হয়নি।

খেলাফত আন্দোলন কি জোট ত্যাগ করেছে- এমন প্রশ্নে মাওলানা হামিদী আওয়ার ইসলামকে বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা জোটেই আছি।’

খেলাফত আন্দোলন জোট ছেড়েছে বলে যে খবর বেরিয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ইতোমধ্যে আটটি আসনে নির্বাচন করবো বলে ঘোষণা দিয়েছি। এ কারণে হয়ত অনেকে মনে করছে, আমরা জোট ত্যাগ করেছি। 

জোটে থেকে এককভাবে আটটি আসনে কেন নির্বাচন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোটে আসন সমঝোতা যেমন হয়েছে, তেমনি বেশ কিছু আসন ওপেনও রাখা হয়েছে। আমরা যেসব আসনে নির্বাচন করছি, সেগুলোও জোটের সঙ্গে আলোচনার মাধ্যমে ওপেন করে নিয়েছে।

মাওলানা হামিদী বলেন, জোট থেকে যখন ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়, তখন বলা হয়েছে, খেলাফত আন্দোলনও জোটে আছে, তবে তাদের সঙ্গে আসন সমঝোতা হয়নি। এজন্য আটটি আসনে আমরা প্রার্থী দিয়েছি।

যে আটটি আসনে খেলাফত আন্দোলন নির্বাচনের ঘোষণা দিয়েছে সেগুলো হলো- ঢাকা-৭ আসনে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নারায়ণগঞ্জ-৩ আসনে আতিকুর রহমান নান্নু মুন্সী, ঢাকা-১৬ আসনে মাওলানা তাওহিদুজ্জামান, শরীয়তপুর-২ আসনে মাওলানা মাহমুদুল হাসান, নেত্রকোনা-২ আসনে মাওলানা গাজী আবদুর রহিম, ফেনী-১ আসনে মাওলানা আনোয়ারুল্লাহ ভূঁইয়া, ফেনী-২ আসনে আবুল হোসাইন ফারুক ও ফেনী-৩ আসনে অ্যাডভোকেট খালিদুজ্জামান খালেদ পাটোয়ারী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরখানেক আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামি দলগুলো একসঙ্গে বসাবসি শুরু হয়। এক পর্যায়ে দলগুলো সিদ্ধান্ত নেয় ইসলামপন্থীদের ভোট একবাক্সে আনা হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জামায়াতে ইসলামীসহ ১১টি দল একসঙ্গে হয়। তবে শেষ মুহূর্তে নানা কারণে ইসলামী আন্দোলন ওই ঐক্য থেকে বেরিয়ে যায়। এখন ১০ দল মিলে জোট রয়েছে। আরও একটি দল আজকালের মধ্যে এর সঙ্গে যুক্ত হয়ে আবার ১১ দলীয় জোটের রূপ নিচ্ছে বিএনপিবিরোধী এই নির্বাচনি মোর্চা।

NH/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ