মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

‘মামুনুর রশিদ চক্রটাকে আল্লাহর ওয়াস্তে থামান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||আরিফ আজাদ||

মামুনুর রশিদ কাসেমি নামের লোকটাকে থামানোর জন্য সচেতন, অভিভাবক-সম আলিম উলামাগণকে অনুরোধ করছি।

পুরুষদের জন্য একাধিক বিবাহ করতে পারার হুকুমটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামীনের পবিত্র বিধান। পরিবেশ, পরিস্থিতি, সামর্থ্য এবং আরও বহুবিধ অবস্থা বিবেচনা সাপেক্ষে একজন পুরুষ যদি নিজের জন্য অবশ্যম্ভাবী মনে করেন, তাহলে তার জন্য একাধিক বিবাহের দরোজা ইসলাম খোলা রেখেছে৷ তবে সেটা যদি বাড়তি ফিতনাফাসাদ, ন্যায্যতা আর ইনসাফ বজায় রাখার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন—‘একটাতেই যেন তিনি সীমাবদ্ধ থাকেন।’

আল্লাহ রাব্বুল আলামীনের বিধান সুন্দর। কিন্তু একাধিক বিবাহের ট্যাবু ভাঙার নামে এই মামুনুর রশিদ কাসেমি টাইপের লোকজন যা শুরু করেছেন, এইসব কার্যকলাপ আমাদের আলিমদের মান ইজ্জত ধূলিসাৎ করে দিচ্ছে৷ আলিম উলামাগণের এতোদিনের শ্রম, ঘাম, কাজ, খেদমত, মেহনত সব নষ্ট করছেন এই সকল লোকেরা মিলে।

আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের এইসব কর্মকাণ্ডের কারণে নারীদের একটা বৃহৎ শ্রেণী ধর্মবিমুখ হবে, এবং পশ্চিমা নারীবাদের দিকে ঝুঁকে পড়বে।

আমি মামুনুর রশিদ কাশেমির হিদায়াত কামনা করি। সাথে অভিভাবক-সম আলিম উলামাগণকে অনুরোধ করি—এই চক্রটাকে আল্লাহর ওয়াস্তে থামান।

লেখক: দাঈ, চিন্তক ও কলামিস্ট

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ