মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিত্ব, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমির মাওলানা ফজলুর রহমান আগামী ১৭ নভেম্বর সোমবার এক সংক্ষিপ্ত সফরে সিলেটে আসছেন।

জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিমের বিশেষ আমন্ত্রণে তিনি সিলেটে আসছেন।

মাওলানা ফজলুর রহমান জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত জাতীয় ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এ সম্মেলন বিকেল ৩টা থেকে শুরু হয়ে এশা পর্যন্ত চলবে। এতে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বরেণ্য ইসলামি চিন্তাবিদরা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিম এক বিবৃতিতে বলেন, বর্তমান যুগ সন্ধিক্ষণে যখন উম্মাহর হৃদয়ের স্পন্দন পবিত্র ফিলিস্তিনকে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করা হচ্ছে এবং শান্তিচুক্তির এক নতুন অধ্যায় রচিত হয়েছে, এমতাবস্থায় বাস্তবতার আলোকে আগামীর মুসলিম বিশ্বের সঠিক রোডম্যাপ কী হওয়া উচিত, এব্যাপারে দিকনির্দেশনামূলক আলোচনা যেহেতু সময়ের সবচেয়ে বড় দাবি, এজন্য জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এসব বিষয়কে সামনে রেখে ‘জাতীয় ফিলিস্তিন সম্মেলন সিলেট’ আয়োজন করতে যাচ্ছে। অত্যন্ত খুশির সংবাদ হলো, আগামী ১৭ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ মহাসম্মেলনে ক্বায়িদে মিল্লাতে ইসলামিয়া, বিশ্বের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমির হযরত মাওলানা ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন।

তিনি বলেন, সম্মেলনে বিশ্ববিখ্যাত দারুল উলূম করাচীর ভাইস চ্যান্সেলর ও উস্তাদুল হাদীস হযরত মাওলানা মুফতী যুবায়ের আশরাফ উসমানীও বক্তব্য প্রদান করবেন। আশা করা যায় যে, বিশ্বপরিস্থিতি সম্পর্কে সজাগ দৃষ্টি সম্পন্ন এসব মহান নেতৃবৃন্দের বক্তব্য আমাদের জন্য বর্তমান সময়ে সঠিক পথ ও পদ্ধতির উত্তম পাথেয় প্রমানিত হবে ইনশাআল্লাহ।

সম্মেলনে বাংলাদেশের জাতীয় ইসলামী নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি ও আশা করা যাচ্ছে। আগত মেহমানবৃন্দ ও পবিত্র ভূমি ফিলিস্তিনের প্রতি অগাধ ভালোবাসার নিদর্শন স্বরূপ উক্ত সমাবেশে দলমত নির্বিশেষে সকল উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন মুফতি আবদুল মুনতাকিম।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ