শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনা প্রসঙ্গে জমিয়ত ও খেলাফতের দুই নেতার প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাব্বির আহমাদ খান 

লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত জয় কুড়িকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলা শহরের জুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জয় কুড়ি রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুড়ির ছেলে। গত ১৫ আগস্ট রাতে জয় কুড়িসহ তিনজনকে আসামি করে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন। 

এরই মধ্যে নোয়াখালীতে সংঘটিত ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের বিভিন্ন ইসলামী দলের নেতারা। তাদের মতে, এ ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তারা মনে করেন, কেবল দলের নামের আগে ইসলাম শব্দ যুক্ত থাকলেই প্রকৃত ইসলামী দল হওয়া যায় না; বরং যারা সত্যিকার অর্থে ইসলামের জন্য কাজ করে, তারাই সব ধর্মমতের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিতে সোচ্চার থাকে। 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আওয়ার ইসলামকে বলেন, “ক্ষমতায় কে আসবে তা নিশ্চিত করে বলা যায় না। যারা সত্যিকার অর্থে ইসলামের জন্য কাজ করে, তারা সব ধর্মমতের মানুষের সমান নাগরিক সুবিধার নিশ্চয়তার কথা বলে। লক্ষ্মীপুরে ঘটে যাওয়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর সংগঠিত না হয়, সে জন্য রাষ্ট্রীয় আইনের আওতায় এনে অপরাধীদের শাস্তি দিতে হবে।” 

তিনি আরও বলেন, “বর্তমান সরকার কীভাবে কাজ করছে সেটা তাদের বিষয়। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হলো—এসব ঘটনায় আমরা মুসলিম-অমুসলিম হিসেবে কাউকে দেখি না। আমরা সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করি। যদি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়, তাহলে এ ধরনের ঘটনা আর ঘটবে না।” 

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, “আমরা বরাবরই সকল অপরাধের প্রতিবাদ করি। আমাদের জায়গা থেকে আমরা কথা বলি। লক্ষ্মীপুরের ধর্ষণের ঘটনাটা আসলে বিচ্ছিন্ন একটি ঘটনা।” তিনি আরও যোগ করেন, “এ ধরনের বিষয়ে জনমত তৈরি করার দায়িত্ব কেবল রাজনৈতিক দলগুলোর নয়, মিডিয়ারও রয়েছে। কিন্তু মূলধারার গণমাধ্যমগুলো ইসলামের পক্ষে খুব একটা অবস্থান নেয় না। আর লক্ষ্মীপুরের ঘটনাটি সম্পর্কে পুরোপুরি অবগতও আমি নই।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ