মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ছে ইসলামপন্থীদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

চব্বিশের জুলাই আন্দোলনের বড় বৈশিষ্ট্য ছিল- সব মত-পথের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করা। আর এ কারণেই এই আন্দোলনের অভূতপূর্ব ফলাফল এসেছে। সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরাই পরবর্তী সময়ে গড়ে তোলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নামে নতুন দল। গত ২৮ ফেব্রুয়ারি যাত্রা করা এই দলের প্রতি শুরু থেকেই একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে ইসলামি দলগুলো এবং ইসলামপ্রিয় মানুষদের। জুলাই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া এই শিক্ষার্থীদের অনেকেই নানা সময় ইসলামের প্রতি তাদের সমর্থনের বিষয়টি ফুটিয়ে তুলেছেন। ফলে ইসলামপন্থীরা নিজ নিজ অবস্থান থেকে তাদের সমর্থন ও সহায়তা করেছেন। এমন ইসলামি দলও রয়েছে যারা তাদের নিজেদের পোস্টধারী নেতাকে পর্যন্ত এনসিপিতে যোগ দেওয়ার সুযোগ দিয়েছে। ইসলামপন্থীদের অনেকেই তাদের ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করেন এবং তারা আগামী নির্বাচনে একটা ভালো অবস্থানে যাবে এমনটা বিশ্বাসও করেন।

তবে এনসিপি সংশ্লিষ্ট কিছু লোকের হঠকারিতা এবং নেতিবাচক আচরণ দিন দিন ইসলামপন্থীদের আশাহত করছে। কয়েক মাস আগে অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, যিনি নতুন দলে যোগ দেওয়ার কথা রয়েছে; তার কিছু বক্তব্য ঘিরেও ইসলামপন্থীরা আহত হন। মাহফুজ আলম মবের বিরুদ্ধে বলতে গিয়ে ইসলামপ্রিয় মানুষদের ‘তৌহিদি জনতা’ আখ্যায়িত করে মবের জন্য ইসলামপন্থীদের প্রচ্ছন্নভাবে কিছুটা হুমকিও দিয়েছিলেন। তাদের ‘ডেবিল’ (শয়তান) হিসেবে ট্রিট করা হবে বলে জানিয়েছিলেন। এটি ইসলামপন্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অবশেষে মাহফুজ আলম এর জন্য দুঃখ প্রকাশ করেন।

সবশেষ হেফাজতের মহাসমাবেশে কোনো কোনো বক্তার শব্দ চয়নে নারীদের প্রতি অবমাননা করা হয়েছে- এমন অভিযোগ এনে ছয়জন নারী হেফাজতকে উকিল নোটিশ পাঠিয়েছেন। সেই ছয়জনের তিনজন এনসিপির পোস্টধারী নেত্রী। এটা যদিও এনসিপির দলীয় অবস্থান নয়, তবুও যেহেতু তারা এনসিপির নেত্রী এজন্য তরুণদের এই দলের ওপরই ক্ষোভ ঝাড়ছেন ইসলামিস্টরা। যারা একটা সময় এনসিপির হয়ে অনলাইনে লড়াই করতেন তারাও অভিমানে এনসিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিচ্ছেন।

সোমবার (৫ মে) ওই উকিল নোটিশ পাঠানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপিবিরোধী পোস্টের জওয়ার বইয়ে যাচ্ছে। আলেম-উলামা এবং মাদরাসাপড়ুয়া যারা এনসিপিকে সমর্থন করতেন, তাদের পক্ষে অবস্থান নিতেন তারাও দলটিকে ধুয়ে দিচ্ছেন। সমালোচকরা বলছেন, এনসিপির ওপর বামদের ভূত চেপে বসেছে। আর বামের পাল্লায় পড়লে এনসিপির ভবিষ্যৎ অন্ধকার। এদেশের সাধারণ মানুষের বিশ্বাসকে শ্রদ্ধা করতে না পারলে এনসিপি জনসমর্থন হারাবে। তাদের নিয়ে যে স্বপ্ন দেখা হচ্ছে তা মাঠে মারা যাবে।

নোটিশ পাঠানো এনসিপির তিন নেত্রী হলেন দলের উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী, সদস্য সৈয়দা নীলিমা দোলা ও নীলা আফরোজ। তবে তাদের এই অবস্থান সম্পর্কে এনসিপির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। যদিও সোমবার এনসিপি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। সেখানে তারা একদিকে এই কমিশনে সবার মত নেওয়ার প্রতি যেমন জোর দিয়েছে তেমনি হেফাজতের সমাবেশের দিকে ইঙ্গিত করে সেখান যে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়া হয়েছে তার নিন্দা জানিয়েছে। এতে অনেকেই ধরে নিচ্ছেন, নারী নেত্রীদের উকিল নোটিশে সায় রয়েছে এনসিপির।

তবে তিনজন জুনিয়র নেত্রীর এই অবস্থানকে অনেকে এনসিপির অবস্থান বলতে নারাজ। তারা বলছেন, এনসিপিতে অনেক মত পথের মানুষের সম্মিলন ঘটেছে। এখানে ইসলামি আদর্শে বিশ্বাসী মানুষ যেমন আছে তেমনি ধর্মকর্ম পালন করে না এমন মানুষও আছে। হেফাজতের যে মহাসমাবেশে নারীদের ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ করা হচ্ছে সেই মহাসমাবেশে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিয়েছেন। এনসিপি সম্প্রতি হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো ইসলামি দলের সঙ্গে বৈঠক করেছে এবং অনেক ক্ষেত্রে একমতও হয়েছে। সুতরাং এনসিপিকে দল হিসেবে ইসলামপন্থীদের বিরুদ্ধে বলার সুযোগ নেই।

এনসিপির অবস্থান যাই থাকুক, হেফাজতে ইসলামের মতো ইসলামপন্থীদের বৃহৎ দলকে এনসিপির তিনজন নেত্রীর উকিল নোটিশ পাঠানোকে ভালো চোখে দেখছেন না ইসলামপন্থীরা। তারা বলছেন, শুধু উকিল নোটিশ পাঠিয়েই ক্ষান্ত হয়নি, তারা হেফাজতকে ‘আওয়ামী লীগ ঘেঁষা’ সংগঠন হিসেবে পরিচিত করানোর দুঃসাহস দেখিয়েছে। যদিও যে তিন নেত্রী উকিল নোটিশ দিয়েছেন তাদের একজন আওয়ামী লীগের এক নেত্রীর মেয়ে। সুতরাং বিষয়টি ইসলামপন্থীদের চরমভাবে ক্ষুব্ধ করেছে। বিশ্লেষকরা বলছেন, এই ইস্যুতে এনসিপির সঙ্গে ইসলামপন্থীদের যে ঘনিষ্ঠতা ছিল তাতে কিছুটা হলেও দূরত্ব সৃষ্টি হবে। আলেম-উলামাদের মধ্যে যারা বিকল্প শক্তি হিসেবে এনসিপির উত্থান কামনা করছিলেন তারা হোঁচট খাবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ