শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

জামিয়া কাসেম নানুতবী ঢাকা’র ভর্তি শুরু ৭ শাওয়াল থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর প্রাণকেন্দ্র রামপুরায় সাফল্যের এক বছর পেরিয়ে গেল স্বপ্ন জয়ের তাজা ঠিকানা ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’র। আকাবিরে দেওবন্দের চিন্তা-চেতনাকে সামনে রেখে গেল বছর একঝাঁক মেধাবী,মনোযোগী ইলম পিপাসু তালিবুল ইলম নিয়ে যাত্রা শুরু করেছিলো প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)’র কেন্দ্রীয় পরীক্ষায় মেধাস্থান অর্জনসহ শতভাগ পাসের মাধ্যমে পার করলো গৌরবের প্রথম বছর। 

জামিয়ার স্বপ্নদ্রষ্টা ও শায়খুল হাদিস হিসেবে আছেন বরেণ্য লেখক,খ্যাতিমান সিরাত গবেষক, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। মুহতামিম হিসেবে আছেন মুফতি ইমদাদুল ইসলাম।নাজিমে তালিমাত হিসেবে আছেন মুফতি মাহমুদ জাকির

প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি ইমদাদুল ইসলাম বলেন, আমরা ছাত্রদেরকে গভীর অধ্যাবসা ও সুসৃঙ্খল পাঠের মাধ্যমে নাফে’ আলেম তৈরী করতে ও চিন্তা-দর্শনে আকাবিরে দেওবন্দের মানহায-মাসলাকের উপর গড়ে তুলতে সচেষ্ট থাকি। যাতে তারা উম্মাহর অনুসরণীয় রাহবার হয়ে পৃথিবীর বুকে ইসলামের আলো ছড়িয়ে দিতে পারে।

আজ ৭ শাওয়াল মুতাবেক ৬ এপ্রিল (রোববার) থেকে এবছর সীমিত কোটায় মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ইলম পিপাসু মেধাবী,মনোযোগী ছাত্র ভর্তি নেওয়া হবে।

সবকের ইফতিতাহ হবে ১৬ শাওয়াল ১৫ এপ্রিল (বুধবার) । ইফতিতাহি সবক প্রদান করবেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শায়েখ ঢালকানগর মাদরাসার শায়খুল হাদিস ও প্রধান মুফতি, মাওলানা আবদুল গাফফার । আলোচনা পেশ করবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, মাওলানা মাহফুজুল হক

ব্যতিক্রমধর্মী পাঁচটি লক্ষ্য সামনে নিয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বপ্ন জয়ের এ প্রতিষ্ঠানটি।

১. পরীক্ষায় আলোকিত ফলাফল।

২. ফন্নী ইতকান-শাস্ত্রীয় নৈপুন্য।

৩. ক্লাসের ভেতরেই আরবী, বাংলা ও ইংরেজি এই তিন ভাষার দক্ষতা।

৪. বিষয়ভিত্তিক সুপরিকল্পিত খারেজি পাঠ এবং

৫. ফিকর ও চিন্তায় তালিবুল ইলমকে আগামী দিনের নেতৃত্বদানের উপযুক্ত করে নির্মাণ।

ঠিকানা: ঢাকার যেকোনো স্থান থেকে বাস/সিএনজি যোগে রামপুরা টিভি সেন্টারের ২০০ গজ দক্ষিণে জামিয়া কাসেম নানুতবী ঢাকা ৩০৯/৩সি পশ্চিম রামপুরা, হাতিরঝিল, ঢাকা-১২১৯

মোবাইল: 01716-801276, 01812-599398


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ