কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস(তাকমীল)-এর ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫/ ৪ শাওয়াল১৪৪৬ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর কার্যালয়ে দুপুর ২ টার দিকে অথরিটির চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে এক সভায় অফিস ব্যবস্থাপক মু.অসিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এসময় সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট পরীক্ষার্থী ৩২,৭১৪। গড় পাসের হার ৮৫.৪৮%। মুমতায (স্টার মার্ক) ১,৩৪২ জন।
জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫,৮৭৩ জন। জায়্যিদ (২য় বিভাগ) ১২,৯০০ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭,৮৪৮ জন।
এছাড়া বিস্তারিত পরীক্ষার ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল হাইয়ার নিজস্ব ওয়েবসাইট https://hems.alhaiatululya.org   
https://hems.alhaiatululya.org/exam-result  এ পাওয়া যাবে।
আরও জানা যায় নির্ধারিত নিয়ম অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাতালিকা পৃথক করা হয়েছে এবং পরীক্ষার্থীদের সংখ্যার বিবেচনায় প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় স্থান দেয়া হয়েছে।
সে হিসেবে ছাত্র ৩৫তম এবং ছাত্রী ৩০ তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে।
মেধাতালিকার সংক্ষিপ্ত বিবরণ:
ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার মাহদী হাসান, তার প্রাপ্ত নম্বর ৯৩১।
মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম মাদরাসার মোঃ মারুফ হোসেন, তার প্রাপ্ত নম্বর ৯২৭
মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম মাদরাসার মোঃ সাখাওয়াত হোসেন রনি, তার প্রাপ্ত নম্বর ৯২৪
ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে আল-জামিয়াতুত্ত্বায়্যিবাহ কওমী মহিলা মাদরাসা, আদমখানী, বানিয়াচং, হবিগঞ্জ মাদরাসার মোছাঃ মারজিয়া আক্তার, তার প্রাপ্ত নম্বর ৯০৬ ।
মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে ঢাকার জামিয়া দারুস সুফফাহ লিল-বানাত, শেরশাহ্ সুরী রোড, মোহাম্মদপুর মাদরাসার বুশরা জান্নাত, তার প্রাপ্ত নম্বর ৯০০ ।
৩য় স্থান অধিকার করেছে খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা, খামার পাথুরিয়া, গুরুদাসপুর, নাটোর মাদরাসার সামানিয়া জান্নাত, তার প্রাপ্ত নম্বর ৮৮৯ 
ছাত্র ও ছাত্রীর পৃথক পরিসংখ্যান:
এ বছর পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা , ১৭,৭৪৩ জন; ছাত্রী ১৪,৯৭২ জন; মোট ৩২,৭১৪ জন। 
সারাদেশে ১০৬টি ছাত্র ও ২১১টি ছাত্রী মারকাযে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৭,৯৬৩ জন, অনুত্তীর্ণ ৪,৭৫১ জন এবং অনুপস্থিত ৭৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৫,৯৪৮ জন এবং ছাত্রী ১২,০১৫ জন। পাসের হার ছাত্র ৮৯.৮৯%, ছাত্রী ৮০.২৫%। 
মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১২৯৫ জন এবং ছাত্রী ১১৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪৩৯৯ জন, ছাত্রী ১৬১৮ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৬,৯০৭ জন, ছাত্রী ৫,৭৮০ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩৩৪৭ জন, ছাত্রী ৪৫০১ জন। 
পরীক্ষা বাতিল করা হয় ১২ জনের। 
এমএম/
                              
                          
                              
                          
                        
                              
                          