শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

হুব্বে রাসূল ফাউন্ডেশন’র সিরাত কনফারেন্স-প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হুব্বে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন

হুব্বে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন এর উদ্যোগে সংবর্ধনা, সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ১২ রবিউল আউয়াল (১৬ সেপ্টেম্বর, সোমবার) ঢাকার সাভার আশুলিয়া, দক্ষিণ ভাদাইল ইসরাফিল কমপ্লেক্সে এ উদ্যোগটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি।

ফাউন্ডেশনটি জানায়, প্রতিয়োগিতা ও সিরাত কনফারেন্স ছাড়াও অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে সাভার আশুলিয়া থানা কর্তৃক স্বৈরাচার খুনি হাসিনা সরকারের মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মাজলুম আলেমদের।

হুব্বে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ অনুষ্ঠান সূচি সম্পর্কে জানায়, সকাল ৮ থেকে ১২টা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কার্যক্রম চলবে। ২ টা থেকে আসর পর্যন্ত সিরাত কনফারেন্স ও  সংবর্ধনা অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানের প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র নায়েবে আমীর আল্লামা মহিউদ্দিন রাব্বানী। প্রধান আলোচক হিসাবে থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সহকারী সাধারণ সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন রাজি।

বিশেষ আলোচক হিসাবে থাকবেন জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ’র মুহতামিম  মুফতি সালমান ফার্সি।

প্রধান অতিথি হিসাবে থাকবেন জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ (ইসরাফিল কমপ্লেক্সে)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ইসরাফিল হোসেন। সভাপতিত্ব করবেন হুব্বে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আল আমিন খন্দকার আমিনী।

মাজলুম আলেমগণের মধ্যে যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে :

আশুলিয়া থানা কর্তৃক স্বৈরাচার খুনি হাসিনা সরকারের আমলে দীর্ঘ সময় মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হয়ে আসছেন তাঁরা হলেন মুফতি আব্দুর রহিম হেলালি রহ., মাওলানা মাহমুদ কবির মনির, মুফতি ইলিয়াস আহমেদ কাসেমী, মাওলানা  আতাউল্লাহ, মাওলানা আলমগীর হোসেন আজাদি, মুফতি আল আমিন খন্দকার আমিনী, মুফতি হুমায়ুন সাঈদ, মুফতি আব্দুল কুদ্দুস বিপ্লবী, মুফতি এমদাদুল হক, মুফতি আনিসুর রহমান তালুকদার, মাওলানা নাজমুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ বেলাল হোসাইন প্রমুখ।

এছাড়াও দেশবরেণ্য ওলামা মাশায়েখ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানায় ফাউন্ডেশনটি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ