শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

সৌদি বাদশাহকে ইরান সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ইরান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

সৌদি বাদশাহকে ইরান সফরের আমন্ত্রণের বিষয়টিকে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর দীর্ঘ দিনের বিরোধ অবসানের পর দ্রুত সম্পর্কের উন্নতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

সোমবার এক নিয়মিত প্রেস কনফারেন্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সৌদি বাদশাহকে আমন্ত্রণের বিষয়টি জানিয়েছেন।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইতোমধ্যে সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। অবশ্য তার সফরের দিন এখনও চূড়ান্ত হয়নি।

চীনের মধ্যস্থতায় গত মাসে দুই দেশে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের রাজি হওয়ার পর এই আমন্ত্রণ জানানো হলো। এই রাজি হওয়ার মধ্য দিয়ে সৌদি-ইরানের সাত বছরের বৈরিতার অবসান হয়। এই বৈরিতায় তেলসমৃদ্ধ অঞ্চলটির ভূরাজনীতি জটিলতায় পড়েছিল।

সৌদি বাদশাহের ইরান সফর হবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি বড় ইঙ্গিত। ৮৭ বছর বয়সী বাদশাহ সালমানের স্বাস্থ্য জটিলতা রয়েছে। ২০১৯ সালের পর তিনি সৌদি আরবের বাইরে কোনও কোথাও ভ্রমণ করেননি। তার ছেলে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটি পরিচালনা করছেন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ