শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মাহে রমজানের বিশেষ দু’টি আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোজ্জাম্মেল হক রায়পুরী।।

রমাজান। আরবি মাসসমূহের মধ্যে সবচে’ মর্যাদাপূর্ণ ও বরকতময় মাস। এ মাসের মর্যাদা ও ফজিলত অপরিসীম। মাহে রমজানের আগমনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হতেন, আনন্দিত হতেন। দু'মাস আগ থেকেই এ মাসের খায়ের ও বরকত হাসিলের জন্য দোয়া করতেন।

এ মাসে বিশেষ দুটি আমল: ১. পূর্ণ মাস রোজা রাখা। ২.তারাবির নামায পড়া।

ইবনে মাজাহ শরীফে এসেছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন একটি মাস, যে মাসে আল্লাহ তায়ালা তোমাদের উপর রোজা ফরজ করেছেন এবং আমি আল্লাহর রাসূল তোমাদের জন্য তারাবি পড়া সুন্নাত করেছি। যে ব্যক্তি পরিপূর্ণ একিনের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় রোজা রাখে এবং তারাবির নামায আদায় করে, সে ঐদিনের মতো পাপমুক্ত হয়ে যাবে, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল।

রমজান মাসে রোজা ফরজ করার রহস্য বা হেকমত কী?

এ ব্যাপারে আল্লাহ তায়ালা কুরআনে কারীমে ইরশাদ করেন: রমজান এমন একটি মাস, যে মাসে আল্লাহ তায়ালা কুরআনে কারিম নাযিল করেছেন। সূরা বাকারা: ১৮৫

কুরআনে কারিম আল্লাহ তায়ালার কালাম ও সিফাত, আল্লাহ তায়ালার পক্ষ থেকে নাযিলকৃত সর্বশেষ গ্রন্থ। যা কিয়ামত পর্যন্ত সুদৃঢ়ভাবে বহাল থাকবে। কুরআন জগৎবাসীর জন্য পথপ্রদর্শক, ঈমান এবং কুফুরের মাঝে পার্থক্যকারী। এতো মর্যাদাপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ মহাগ্রন্থ যেহেতু এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে, তাই এ মাসের মর্যাদা ও গুরুত্ব বেড়ে গেছে। এই মাসের মর্যাদা ও গুরুত্ব রক্ষার জন্য আল্লাহ তায়ালা বিধান দিয়েছেন: তোমাদের মাঝে যে মাহে রমজান পাবে, সে যেন এই মাসে রোজা রাখে।

এইজন্য এ মাসে বিশেষ দু'টি আমল রয়েছে। ১. রোজা রাখা। ২. তারাবিহর নামাজ পড়া।

রোজা হচ্ছে এই মর্যাদাপূর্ণ মাসের হক আদায়ের জন্য। আর তারাবিহ হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনের হক আদায়ের জন্য। যে মহাগ্রন্থের কারণে এই মাসটি সম্মানিত হয়েছে।

লেখক: সিনিয়র শিক্ষক, মদিনাতুল উলুম বসুন্ধরা, ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ