সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক মহেশখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বহু বিবাহ: ইসলামি দৃষ্টিভঙ্গি ও সমকালীন বাস্তবতা সুদানে কি রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবে পক্ষগুলো? ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাজাহিরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা

‘রমজানের শিক্ষা ব্যক্তি জীবনে আত্মত্যাগ ও সামাজিকভাবে সহমর্মিতা প্রদর্শন করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ এক যৌথ বিবৃতিতে বিশ্ববাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আল্লাহ তাআলা মুসলমানের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। রমজানে মাসে মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করার কারণে অন্য মাসের তুলনায় রমজান মাসের গুরুত্ব ও ফজিলত বেশি।

বিবৃতিতে তারা বলেন, রমজান মাস হলো আমলের বসন্ত । তাই এমাসে অশ্লীলতা বেহয়পনা সহ সকল প্রকার গুণাহ ছেড়ে দিয়ে নিজেকে নেক আমলে মশগুল রাখা। রমজানে ফরজ ইবাদত, বেশি বেশি কুরআন তেলাওয়াতসহ নফল ইবাদত পালন করা। কুরআন বুঝে পড়ার চেষ্টা করা। কুরআনের মর্মবানি অনুধাবন করে বাস্তব জীবনে তা অনুসরণ ও অনুকরণ করার প্রচেষ্টা চালানো একজন মুমিনের কর্তব্য। রমজানে আত্মিক পরিশুদ্ধি অর্জনের মাধ্যমে সামাজিক সহসমর্মিতা ও আত্মত্যাগের শিক্ষায় সমৃদ্ধি হতে হবে।

নেতৃদ্বয় আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রমজান উপলক্ষ্যে জিনিসপত্রের দাম কমানো হলেও বাংলাদেশে এর ব্যতিক্রম। চাল, ডাল, তেল, সাক সবজিসহ সকল পণ্যের দাম আকাশচুম্বী যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। মানুষের অনেক কষ্ট হচ্ছে। এভাবে মানুষকে কষ্ট দেওয়া অন্যায়। সুতরাং ব্যবসায়ী ভাইদের বলবো রমজানের সন্মানর্থে জিনিসপত্রের দাম কমান। আল্লাহ আপনাদের ব্যবসায় অধিক পরিমানে বরকত দিবেন। নেতৃদ্বয় সরকারকেও বাজার নিয়ন্ত্রনে কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

নেতৃদ্বয় রমজানের মধ্যে সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ আলেম উলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ