রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার

পঞ্চগড়ের ‘সালানা জলসা’ অবিলম্বে বন্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ‘খতমে নবুওয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশ’।

আজ বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) নবুওয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশের আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এবং সদস্য সচিব মাওলানা লোকমান মাযহারী সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আগামী ৩, ৪, ও ৫ মার্চ তিন দিনব্যাপী পঞ্চগড়ের আহমদনগরে অমুসলিম কাদিয়ানীদের ন্যাশনাল সালানা জলসা বাংলাদেশ/২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই প্রেক্ষিতে পঞ্চগড়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ, সারাদেশে নবীপ্রেমিক তাওহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণসহ তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, খতমে নবুওয়তের দুশমন কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং ধর্মীয় সৌহার্দ্য বিনষ্টের লক্ষ্যে সময় সময় এ ধরনের প্রোগ্রাম হাতে নিয়ে থাকে। তারা খোলা ময়দানে ঈমানবিধ্বংসী জলসা করার দুঃসাহস কীভাবে দেখায়? প্রশাসনের নীরবতায় আমরা বিস্মিত। বাংলাদেশ সরকার কাদিয়ানীদের এসব ঈমানবিধ্বংসী অপতৎপরতা বন্ধ করার পরিবর্তে রহস্যজনকভাবে নীরবতা পালন করে যাচ্ছে। আমরা সরকারের এই নীরবতার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপামর মুসলিম জনরোষ যে-কোনো মুহূর্তে যে-কোনো দিকে মোড় নিতে পারে।

প্রেস বিজ্ঞপ্তিতে সর্বশেষ বলা হয়, আমরা সরকারের কাছে দাবি জানাই— যেন অনতিলম্বে কাদিয়ানীদের এই সালানা জলসা বন্ধ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে এবং নবীজি সা.-এর খতমে নবুওয়তকে অস্বীকারকারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় ঘোষণা করে।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ