মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১১ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

আমলের ময়দানে ঈমানি জযবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামুল হক।।

আলহামদুলিল্লাহ এ বছর শুধু বাংলাদেশ থেকেই ব্যাপক হারে জামাত এসেছে এমনটি নয়,বহির্বিশ্ব বিশেষ করে ভারত থেকে হাজার হাজার দায়ী উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ।

এক গুজরাট থেকে এসেছে প্রায় ৭০ টির মতো জামাত। বিদেশি মেহমানদের চলাচলের রাস্তাটি বন্ধ করে সেখানেও তাবু স্থাপন করা হচ্ছে।
আর আমাদের দেশের মুখলিস দায়ী ভাইয়েরা

মাঠে, ফুটপাতে, রাস্তার ধারে কোথাও জায়গা না পাওয়ায়, নৌকাতে তাবু করে অবস্থান করছেন। ময়মনসিংহ থেকে আগত আবুল হাসিম জানান; তিনি যদি ভিতরে জায়গা নাও পান রাস্তায় দাঁড়িয়ে,বসে থেকে তিনদিন অনায়াসে কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ!

এবারের বিশ্ব ইজতেমায় নেপাল থেকে আগত এক দায়ী ভাইকে জিজ্ঞেস করেছিলাম; ইজতেমায় আসতে পেরে আপনার অনুমতি কেমন?বললেন; প্রথমেই আল্লাহ তা'আলার শোকর আদায় করি যিনি আমাদেরকে দূর দেশ হতে ঈমানী এই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন।

বাংলাদেশ আমার অত্যন্ত প্রিয় একটি কান্ট্রি এই দেশের নিয়ম শৃঙ্খলা এবং অন্যান্য সুযোগ সুবিধা অতোটা না থাকলেও এখানে ঈমানী জযবা আছে প্রবলভাবে। আমি রাতের আঁধারে বের হয়েছিলাম মানুষের চলাফেরা পর্যবেক্ষণ করতে। দীর্ঘ ১২ বছর যাবৎ ইজতেমায় নিয়মিত আসলেও এই বারের মত এতটা আগ্রহ-উদ্দীপনা অতীতে দেখিনি।

আল্লাহ তাআ'লা সকলের আমল ও এমন অসামান্য কোরবানিকে কবুল করে নিন এবং উত্তম প্রতিদান দান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ