রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

ইসলাম ভালো ও উপকারী বিনোদন সমর্থন করে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব।।

ইসলাম একটি পূণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে এর যথেষ্ট ভূমিকা। সুখ, দুঃখ জীবনেরই অংশ। ইসলাম একদিকে যেমন খেল-তামাশা, আনন্দ-উল্লাস, ফূর্তি-বিনোদন ইত্যাদি নিষেধ করে।

অনুরূপ অন্যদিকে উপকারী বিবেচনায় কোনোটির প্রতি অনুপ্রাণিতও করে। বিনোদন মানে আমোদিকরণ, তুষ্টিসাধন, আনন্দের মাধ্যম বা উপকরণ। মানুষ সাধারণত মানসিক প্রশান্তির জন্য যা করে তাই বিনোদন। বলা হয়ে থাকে- 'আনন্দ-বিনোদন ছাড়া কারো জীবন পরিপূর্ণ হয় না।'

বর্তমান সময়-সমাজ পর্যবেক্ষণ করে উলামায়ে কেরাম বিভিন্ন সময় বলেন- ‘ইসলাম এই খেলা, সেই খেলা, এই বিনোদন, সেই বিনোদন ইত্যাদি সমর্থন করে না।' এতে অনেকের প্রশ্ন- তাহলে কি ইসলামে বিনোদন বলতে কিছুই নেই?

হ্যাঁ, আছে। বিনোদনের অ-নে-ক মাধ্যম আছে। এর মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ। ইসলাম ভালো ও উপকারী বিনোদন অবশ্যই সমর্থন করে। বরং অনেক ক্ষেত্রে এগুলোর দিকে অনুপ্রাণিতও করে।

তবে একজন সতর্কবান মুমিন কখনো তার মূলবান সময় বিনোদনে কাটিয়ে দিতে পারে না। হোক তা হালাল! তাছাড়া পরকালের জন্য মগ্ন ব্যক্তি বিনোদনের জন্য খুব কম সময়ই পায়। তাই প্রথমে আমাদেরকে জানতে হবে ইসলাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে মডেল বানাতে হবে ইসলামকে। তাহলেই সুখ ও শান্তি অর্জন হবে আমাদের অন্তকরণে। আমাদের জীবন আনন্দের পরিশুদ্ধ মাধ্যমগুলো নিয়ে মেতে উঠুক হালাল বিনোদনে।

শিক্ষার্থী: আল-মারকাজুল ইসলামী (এএমআই) বাংলাদেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ