সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার ফুজালা সম্মেলন ২২ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আখতার ফয়জী।। চট্টগ্রামের মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার তরজে পরিচালিত মাদরাসা সমূহের প্রতিনিধি ও মেখলের প্রাক্তন ছাত্রদের ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২২ আগস্ট সোমবার, সকাল ৮ টা থেকে মুফতিয়ে আযম মুফতি ফয়জুল্লাহ রহ. প্রতিষ্ঠিত মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার তরজে পরিচালিত মাদরাসা সমূহের প্রতিনিধি ও মেখলের প্রাক্তন ছাত্রদের ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফুজালা সম্মেলন সফলের লক্ষ্যে আগামী ১৬ আগস্ট মঙ্গলবার বাদ আসর হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম মহানগরের অবস্থানরত মেখলের ফারেগীন ওলামা ও ছাত্রদের মাদরাসার মসজিদে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসার পরিচালক মাওলানা উসমান ফয়জী।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ-01817-705993

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ