শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ

মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসা মুগদা ঢাকায় শিক্ষক-শিক্ষিকা আবশ্যক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জরুরি শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দিবে মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসা মুগদা ঢাকা।

জরুরি ভিত্তিতে একজন আলেমা, দুইজন হাফেজা শিক্ষিকা ও একজন মাদানি নেসাবের শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

* উন্নত পরিবেশে মানসম্মত তিনবেলা খাবার ও দুই বেলা নাস্তা।
* পুরুষ শিক্ষকদের কাপড় মাদরাসা থেকে আইরন করে দেওয়া হবে।
* প্রতি মাসের ৫-১০ তারিখের মধ্যে বেতন দেওয়া হয়।
* মাসিক ছুটি তিনদিন।
* প্রতি গ্রুপে ১২ জন শিক্ষার্থী।

আলেমা শিক্ষিকাঃ-
অবশ্যই হেদায়া জামাত পর্যন্ত যেকোনো কিতাব পড়ানোর যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
আমল আখলাক ওয়ালা হতে হবে।
মাদরাসা গড়ার মতো মন মানুষিকতা থাকতে হবে।
হাদিয়া আপাতত আগামী দুইমাস ৬০০০/- করে দেওয়া হবে, তৃতীয় মাস থেকে যোগ্যতা দেখে নতুন হাদিয়া নির্ধারন করা হবে।

হাফেজা শিক্ষিকাঃ-
অবশ্যই তেলাওয়াতের মান ভালো হতে হবে।
খেদমতের অভিজ্ঞতা থাকতে হবে।
আমল আখলাক ওয়ালা হতে হবে।
জমে থাকা ও মেহনত করার মন-মানুসিকতা থাকতে হবে।
হাদিয়া আপাতত আগামী দুইমাস ৯০০০/- করে দেওয়া হবে, তৃতীয় মাস থেকে যোগ্যতা হিসেবে হাদিয়া নির্ধারন করা হবে।

মাদানি নেসাবের শিক্ষকঃ-
অবশ্যই মাদানি নেসাবে পড়ুয়া ও মাদানি নেসাবে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে
জমে থাকা ও মেহনত করার মন-মানসিকতা থাকতে হবে।
হাদিয়া আপাতত আগামী দুই মাস ১০.০০০/- করে দেওয়া হবে, তৃতীয় মাস থেকে যোগ্যতা অনুযায়ী নতুন হাদিয়া নির্ধারন করা হবে।

যোগাযোগ- মুগদা ঢাকা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন (কমলাপুর, সায়দাবাদ ও খিলগাঁও এর মাঝে মুগদা) 01724966045 ইমু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ