রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

ম*সজিদের সামনে সভাপতির আত্মীয়ের হাতে নি*র্যাতনের শিকার মা*দরাসা শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় পূর্বমধুখালী সালেহিয়া দাখিল মাদরাসার এক শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর করে রক্তাক্ত জখম করেছে মাদরাসার সভাপতির দুই ভাইয়ের ছেলে ও জামাই।

সোমবার বিকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্বমধুখালী সালেহিয়া দাখিল মাদরাসার মসজিদের সামনে এ হামলার ঘটনায় আহত শিক্ষক শামসুল হককে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সোলায়মান হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ও তাদের জামাতা শাকুরের শাস্তির দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ক্লাস বর্জন করে মাদরাসার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে শিক্ষক-শিক্ষার্থীরা। তারা জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের আলটিমেটাম দেন।

আহত শিক্ষক শামসুল হক বলেন, সোমবার সকালে হামলাকারী সোলায়মান হাওলাদার মাদরাসায় প্রবেশ করে সভাপতির চেয়ারে বসেন। বিষয়টি দৃষ্টিকটূ হওয়ায় তিনি সভাপতির চেয়ার থেকে তাকে উঠতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দেন সোলায়মান।

দুপুরে মাদরাসা ছুটির পর শিক্ষক মসজিদে নামাজ পড়া শেষে বাইরে দাঁড়ালে তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রকাশ্যে লাঞ্ছিত করে সোলায়মান ও তার সহযোগীরা। এ সময় এলাকার লোকজন আহত শিক্ষককে উদ্ধার করে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করেন।

মাদরাসার সুপার মাওলানা হাবিবুল্লাহ জানান, শিক্ষক নির্যাতনের ঘটনায় তারা ক্ষুব্ধ। এ কারণে মঙ্গলবার মাদরাসার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। বিষয়টি তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও অবহিত করেছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, শিক্ষককে মারধরের বিষয়টি তাদের জানানো হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ