সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

কুষ্টিয়ায় ‘একটু হাসি’র মাস্ক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কুষ্টিয়া প্রতিনিধি।।

করোনাভাইরাস  সংক্রমণ প্রতিরোধে কুষ্টিয়া হরিপুর ব্রিজ থেকে চাষি বাজার এলাকা পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি এলাকায় হেঁটে হেঁটে স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে ‘একটু হাসি’ নামে একটি সংগঠন।

রোববার (১৩ ফেব্রুয়ারী ) বিকেলে হরিপুর ব্রিজ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে।

উক্ত কর্মসূচী বিষয়ে একটু হাসি সংগঠন এর সাধারণ সম্পাদক সাদিক হাসান বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমনে আমরা জনসচেতনতা তৈরি ও মাস্ক বিতরণসহ বিভিন্ন কাজ করছি। এর ধারাবাহিকতায় নিজেদের সদস্য নিয়ে আমরা আজ পথে পথে ঘুরে স্বাস্থ্যবিধি নিয়ে মানুষকে সচেতন করেছি ও ১০০ পিস (কেএন-৯৫ মাস্ক) বিতরণ করেছি। প্রায় এক কিলোমিটারেরও বেশি পথ ঘুরে আমরা অনেকের মুখে মাস্ক পাইনি। তাদের সচেতন করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি সাদিকাতুল সিনহা সোভা, সহসভাপতি মাহবুবা শুরভি, সাধারণ সম্পাদক সাদিক হাসান, বায়জিদ ইসলাম, শরিফ মাহমুদ, সুরাইয়া ইয়াসমিন অথৈ, শাওন আহমাদ, আমির হামজা, মোস্তফা, আব্দুল্লাহ মাসুদসহ অনেকেই।

এ সময় সদস্যরা বলেন, করোনা মহামারির এ দুঃসময়ে একটু হাসি সংগঠন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তবে এত আক্রান্ত, এত মৃত্যুর পরও আমাদের সাধারণ মানুষের মধ্যে সচেতনত এখনো অনেক কম। মানুষকে সচেতন করার মধ্য দিয়েই আমরা এই মহামারি প্রতিরোধ করতে পারব।

তারা বলেন, এই সংগঠন এর মতো সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যদি মাঠে নামে, ব্যক্তিপর্যায় থেকেও যদি আমরা যার যার অবস্থান থেকে মানুষকে সচেতন করার কাজ করি— তাহলে করোনা থেকে রক্ষা পেতে সহজতর হবে ইনশাআল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ