মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ময়মনসিংহ বড় মাদরাসার সভাপতিকে অপসারণের দাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ময়মনসিংহে জামিয়া ফয়জুর রহমান রহ. বড় মসজিদ ও মাদ্রাসার সভাপতি ফকির আবদুল জলিল ও তার কমিটিকে অপসারণের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শিক্ষার্থীদের পাশাপাশি বড় মসজিদ ও মাদরাসার সকল স্টাফরা এই দাবিতে সম্মতি জানিয়েছেন।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি সরোয়ার হুসাইন।

সভাপতি ফকির আব্দুল জলিলের বিরুদ্ধে মাদ্রাসার সম্পদ আত্মসাৎ, উস্তাদদের সঙ্গে খারাপ ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সূত্র জানিয়েছে, বর্তমান সভাপতি ফকির আব্দুল জলিল এক সময় মাদ্রাসারটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার দুর্ব্যবহারের কারণে এলাকার লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় তৎকালীন সময়ে তাকে অপসারণ করা হয়।

পরবর্তীতে ডক্টর ফয়েজ আহমদকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে গত ১৩ বছর মাদ্রাসাটি পরিচালিত হয়ে এসেছে। হঠাৎ আড়াই মাস আগে লবিং-এর মাধ্যমে পুরাতন কমিটিকে সরিয়ে নতুন কমিটি গঠন করেন ফকির আব্দুল জলিল। এই কমিটিতে তাকে সভাপতি পদে রাখা হয়।

নতুন করে কমিটি গঠন করার পর তিনি পূর্বের মতো আবারো মাদরাসার সম্পদ আত্মসাৎ ও উস্তাদদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন বলে সূত্র জানিয়েছে।

এছাড়াও সূত্রমতে, তার কার্যক্রম ও আচরণবিধি  আপত্তিকর।

মাদ্রাসা কর্তৃপক্ষ বর্তমান সভাপতির বিষয়টি নিয়ে সাধারণ সম্পাদক বরাবর জানিয়েছিলেন। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে কোন ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি। পরবর্তীতে পরিস্থিতি জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ওয়াকফ প্রশাসনের কাছে একটি পত্র পাঠিয়েছে। ওয়াকফ প্রশাসন বিষয়টি সুরাহা করবেন বলে জানিয়েছেন।

এদিকে ওস্তাদ ও শিক্ষার্থীদের সঙ্গে কমিটির সমস্যার বিষয়টি নিয়ে আজ এলাকার গণ্যমান্য মানুষজন মাদ্রাসায় এক বৈঠক করেছেন। বৈঠক শেষে তারাও বর্তমান কমিটিকে অবাঞ্চিত ঘোষণার দাবি জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ