সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :

চট্টগ্রামে আরও ৫৮০ জন করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় আরও ৫৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৯ শতাংশ। তবে এসময়ে কোনও রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৩ হাজার ৭১টি নমুনা পরীক্ষা করে ৫৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৩১ জন। এছাড়া লোহাগাড়ায় ১০, সাতকানিয়ায় ৩, বাঁশখালীতে ৮, আনোয়ারায় ১৫ , চন্দনাইশে ২১, পটিয়ায় ১৬, বোয়ালখালীতে ৯, রাঙ্গুনিয়ায় ৫, রাউজানে ২১, ফটিকছড়িতে ৬, মিরসরাইয়ে ৭, সীতাকুণ্ডে ৪ ও সন্দ্বীপ উপজেলায় ৬ জনের শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৮ হাজার ৬০১ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ