বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার

‘জুমার মিম্বর থেকে যেন ভুল উচ্চারিত না হয়, তাই ভাষা ও উচ্চারণ শুদ্ধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সাভারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের দিনব্যাপী লেখালেখির বুনিয়াদি কর্মশালা। এতে শতাধিক নবীন-তরুণ প্রশিক্ষণার্থী অংশ নেন।

সাভারের গেরুয়া দারুল উলূম মাবিয়া ইসলামিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এতে প্রধান আলোচক হিসেবে কথা বলেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

প্রধান আলোচকের আলোচনায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এ সময়ে তোমাদের প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। সমাজের সামনে নিজেদের মেলে ধরতে হবে। তোমাদের ভুলগুলো যেন শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ থাকে।

কর্মজীবনে গিয়ে ভুল করা চলবে না। ভুলগুলো যেন বিদ্যালয়ের আঙিনা পেরিয়ে নিজেদের লেখায়-বলায় না হয়। জুমার মিম্বর থেকে যেন ভুল উচ্চারিত না হয়। তাই সবার ভাষা উচ্চারণ শুদ্ধ করতে হবে। এই দুটি শুদ্ধ হলেই মানুষের সার্বিক জীবন শুদ্ধ হবে।’

গেরুয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাহবূবুর রহমান নবাবগঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ‘কী লিখব কীভাবে লিখব’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম। রোজনামচা ও ফিচার নিয়ে আলোচনা করেন দৈনিক কালের কণ্ঠের সহসম্পাদক আতাউর রহমান খসরু।

অনুবাদ সাহিত্য নিয়ে আলোচনা করেন লেখক ফোরামের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাদ আবদুল্লাহ মামুন। এছাড়াও পত্রিকায় লেখালেখির কলাকৌশল নিয়ে মাসিক ইসলামী বার্তার নির্বাহী সম্পাদক এমদাদুল হক তাসনিম ও ছড়া-কবিতা নিয়ে ফোরামের প্রশিক্ষণ সম্পাদক মিযানুর রহমান জামীল কথা বলেন।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফোরামের নির্বাহী সদস্য মুফতি আবদুল্লাহ ফিরোজী ও গেরুয়া মাদরাসার শিক্ষক মাওলানা গাজী সিদ্দীকুর রহমান।

এছাড়াও ফোরামের নির্বাহী সদস্য ইয়াহইয়া মাহমুদ, গেরুয়া মাদরাসার শিক্ষক মুফতি রবিউল ইসলাম, মাওলানা দেলোয়ার হুসাইন, মাওলানা হাবিবুর রহমানসহ আশপাশের বিভিন্ন মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ফোরাম নেতৃবৃন্দ বলেন, পর্যায়ক্রমে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় এ ধরনের লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালা শেষে উপস্থিত লেখা প্রতিযোগিতার ১০ বিজয়ীর হতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ