মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাদরাসার ছাত্র মো.জাহিদুল ইসলাম বাঁচাতে চায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের ফোসকা বিক্রেতা তাজউদ্দিনের ছেলে ক্যান্সার আক্রান্ত মো.জাহিদুল ইসলাম জারিফ (৮) বাঁচতে চায়। সে মরনব্যাধী ব্লাড ক্যন্সারে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ব্লক ডি রুম নং ৩১৪ বেড নং ২৩ এ জীবন মরনের সাথে পাঞ্জা লড়ছে।

মো. জাহিদুল ইসলাম জারিফ উপজেলার আল্লাহর দান হাফিজিয়া মাদরাসার ছাত্র। মাদ্রাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানিয়েছেন মো.জাহিদুল ইসলাম জারিফ খুবই মেধাবী ছাত্র। তার পরিবারের সূত্রে জানা গেছে, সে কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তারি পরীক্ষায় তার ব্লাড ক্যান্সার ধরা পরে। এমতাবস্থায় তার দরিদ্র পিতার পক্ষে সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছেনা।

দরিদ্র পিতা অর্থের অভাবে চোখে যেন ঘোর অন্ধকার দেখতে পাচ্ছেন। নিরুপায় হয়ে দেশের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের হাত পেতেছেন। বাংলাদেশের সব মানুষগুলো মানবিকও বটে। সকলের সহযোগিতায় মহান আল্লাহর রহমতে ছেলেটি ক্যান্সার জয় করে আমাদের সাথে বেঁচে থাকতে পারবে।

সাধ্যমতে অসুস্থ জাহিদুলের পাশে দাড়ানোর জন্য আকুল আবেদন করেছেন ছাত্রটির বাবা। যোগাযোগের জন্য জাহিদুল ইসলাম এর মায়ের মোবাইল নম্বর, ০১৬৪৬৩৭৪৬৫০,০১৭২৭ ০৪৫৫৮৬।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ