বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


ইন্দোনেশিয়ার জেলখানায় অগ্নিকাণ্ড; মৃত বেড়ে ৪৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় তাংগেরাং জেলখানার অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ এ দাঁড়িয়েছে। এ অবস্থায় কারা কর্তৃপক্ষ জেলখানায় বন্দির সংখ্যা কমাতে চাইছে।

তারা মাদকের সঙ্গে সংযুক্ত অপরাধীদের রিহ্যাবে পাঠানোর কথা চিন্তা করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ জন কয়েদি মৃত্যুবরণ করলেও পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় থাকা আরো ৩ জন কয়েদি প্রাণ হারান।

মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের শিকার সকলেই জেলখানার কয়েদি ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়। তারা আশঙ্কা করছেন বৈদ্যুতিক সমস্যাজনিত কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

গত বুধবার তাংগেরাং কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুতই কারাগারের একটি ব্লকে ছড়িয়ে পরে যেখানে স্বাভাবিকের তুলনায় ৩ গুণ বেশি কয়েদি ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ