বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

যথাযথ সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালে ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হওয়ার পর সরকার ১৭ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। দীর্ঘ ১৫ মাস অতিবাহিত হলেও বিভিন্ন অজুহাতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার অন্যান্য ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিলেও শিক্ষাক্ষেত্রে কোন ব্যবস্থা নেয়নি।

দেশের সকল শিক্ষার্থীরা নিজের ভবিষ্যৎ নিয়ে আজ চরম উদ্বিগ্ন এবং অনিশ্চয়তার মধ্য দিয়েই তারা দিনাতিপাত করছে। তাই সরকারের নিকট অনতিবিলম্বে যথাযথ সুরক্ষা নিশ্চিতপূর্বক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান বক্তারা।

জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রমিক আন্দোলন সভাপতি জামাল মৃধা, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের খাগড়াছড়ি শাখার সদস্য সচিব মাওলানা নুরুল কবির আরমান, ইশা ছাত্র আন্দোলন গুইমারা শাখার সভাপতি এস এম মহিউদ্দিন, ইসলামী আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আলী হোসাইন কারিমী, শ্রমিক নেতা মুহা. আল মাওলানা তরিকুল ইসলাম, হাফেজ বশির উদ্দিন, ইকবাল মাহমুদ, ইসলামী আন্দোলন সদর শাখা সভাপতি আবুল কাশেম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ