মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

জনগণের হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দিয়ে প্রশংসিত মুগদা থানার এ এস আই মাসুদ রানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আবদুল্লাহ তামিম: রাজধানী ঢাকার মুগদা ও মানিক নগর এলাকার প্রায় প্রতিদিনই কয়েক ডজন হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দিয়ে প্রশংসিত হয়েছেন মুগদা থানার এ এস আই মোঃ মাসুদ রানা।

গতকাল শুক্রবার পাঁচটি হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। মালিকরা তাদের হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এ এস আই মাসুদ রানার।

মুগদা থানার এএসআই মোঃ মাসুদ রানা এ বিষয়ে আওয়ার ইসলামকে বলেন প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষ চুরি  ও হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পেতে জিডি করছেন থানায়। সর্বাত্মক চেষ্টা করে এ পর্যন্ত কয়েকটি মোবাইল ছাড়া বাকি সবগুলো মোবাইল তাদের মালিকদের কাছে পৌঁছে দিয়েছি আমরা। মূলত শুধু মোবাইলই নয়, আমরা জনগণের পাশে সব ধরনের সহযোগিতা ও সহায়তা করতে প্রস্তুত রয়েছি। জনগনের সেবায় নিয়োজিত রয়েছি।

হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পেয়ে এ এস আই মোঃ মাসুদ রানা কে ধন্যবাদ জানিয়েছেন মানিক নগর এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওলানা ওমর ফারুক। তিনি বলেন, আমার এই পর্যন্ত দুইটি মোবাইল চুরি হয়েছে, আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং মুগদা থানার এএসআই মাসুদ রানার সর্বাত্মক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে আমি আমার চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়েছি।

চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে এ এস আই মাসুদ রানা ও মুগদা থানার সকল পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন ঢাকা আইডিয়াল সিটিজেন মাদ্রাসার শিক্ষক মোঃ রেজাউল করিম।

চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পেতে কী করতে হবে এ বিষয়ে জিজ্ঞেস করলে এ এস আই মাসুদ রানা আওয়ার ইসলামকে বলেন, যে এলাকায় মোবাইল হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে সে এলাকায় নির্দিষ্ট থানায় প্রথমে জিডি করতে হবে। জিডি করতে আইডি কার্ডের ফটোকপি ও হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোনের আই এম ই আই নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। আমাদের পুলিশ ভাইরা সর্বাত্মক চেষ্টা করে আপনাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল খুঁজে দিতে আপনাকে সহায়তা করবে ইনশাল্লাহ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ