বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার

আগামী ২৪ এপ্রিল আফগান শান্তি আলোচনা: কী বলছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রাচীন শহর ইস্তাম্বুলে আগামী ২৪ এপ্রিল থেকে আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক ‘শান্তি সম্মেলন’ শুরু হওয়ার কথা ছিল। সেটি মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসওগ্লু।

গতকাল মঙ্গলবার দেশটির হাবেরতুর্ক টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা জানান মেভলুত কাভুসওগ্লু। পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উদযাপনের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মে মাসের মাঝামাঝি রমজান ও ঈদ শেষ হচ্ছে। এরপর আফগান নিয়ে শান্তি সম্মেলন যথারীতি শুরু হবে।

এর আগে তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছিল, আফগান শান্তি আলোচনা ২৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করবে জাতিসংঘ ও কাতার।

এ ব্যাপারে তাড়াহুড়ো করার দরকার নেই উল্লেখ করে এখন তুরস্ক বলছে, এটি সাময়িক স্থগিত হওয়ায় আফগান সরকার ও তালেবানরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।

গত সপ্তাহের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

এরপর তালেবানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় শান্তি সম্মেলনে যোগ দেয়া নিয়ে শঙ্কা আছে। এ ব্যাপারে অভ্যন্তরীণ শলা-পরামর্শ করে নিতে হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনা করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। সেখানে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তিও সই হয়। বাইডেন আমলে আফগান সরকারের সাথে তালেবারের এই শান্তি আলোচনা শুরু হওয়ার কথা ইস্তাম্বুলে।

আওয়ার ইসলামে আপনার মূল্যবান লেখাটি পাঠাতে মেইল করুন-newsourislam24@gmail.com

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ