বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকেলে আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর

দুর্ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে স্ত্রীসহ বেড়াতে গিয়ে সরকারদলীয় স্থানীয় কিছু নেতাকর্মী ও কথিত মিডিয়াকর্মীদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন মাওলানা মামুনুল হক। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি হয়রানি করতে আসা লোকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা আমার সাথে দুর্ব্যবহার করেছেন। আমি আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

আজ শনিবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় রয়্যাল রিসোর্টের পঞ্চম তলার ৫০১ নম্বর কক্ষে অবস্থানের সময় মাওলানা মামুনুল হক এই হয়রানির শিকার হন।

জানা যায়, মাওলানা মামুনুল হক নিজের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মানসিক প্রশান্তি লাভের জন্য গিয়েছিলেন সোনারগাঁও রয়েল রিসোর্টে। সেখানে যাওয়ার পর স্থানীয় কিছু মানুষ মাওলানা মামুনুল হককে দেখেই জড়ো হতে থাকে। কিন্তু করোনার কারণে সরকারের নির্দেশনা পালনার্থে জনগণের ভিড় এড়িয়ে চলতে চাইছিলেন তিনি। আর এতেই বাধে বিপত্তি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে স্ত্রীসহ অবস্থান করেছেন- এমন খবরে স্থানীয় লোকজন তাকে দেখার জন্য রিসোর্ট আসে। এর পরেই খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মাওলানা মামুনুল হক পুলিশকে জানিয়েছেন, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ