বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই

স্বাস্থ্যবিধি মেনেই মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে: মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যবিধি মেনেই সারাদেশে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

আজ শুক্রবার (২ এপ্রিল) বিকেলে অধ্যাপক ডা. এনায়েত বলেন, আমি নিজেই আজ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছি। প্রতিটি স্থানেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে ৩ ফুট দূরত্ব নিশ্চিত করা হয়নি, পরীক্ষাকেন্দ্রের বাইরে অনেক জনসমাগম ছিল— দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মেডিকেল ভর্তি পরীক্ষার এই চিত্র কতটুকু ঝুঁকিপূর্ণ, তা জানতে চাওয়া হয় অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনের কাছে।

জবাবে তিনি বলেন, সব পরীক্ষাকেন্দ্রেই তিন ফিট দূরত্বে বসেছে সবাই। যদি কোনো ব্যাতিক্রম ঘটে থাকে, সে বিষয়ে জানালে আমরা সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলব।

আর বাইরে যে জনসমাগম, সেটি তো আসলে আমাদের দায়িত্ব না। পরীক্ষাকেন্দ্রে সবকিছু দেখার দায়িত্ব আমাদের। সেটি আমরা স্বাস্থ্যবিধি মেনেই করেছি। সবার মুখে মাস্ক ও সবার জন্য হ্যান্ড স্যানিটাইজারের সরবরাহ আমরা নিশ্চিত করেছি। স্বাস্থ্যবিধি মেনেই এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ডা. এনায়েত আরও এখান থেকে সংক্রমণের কোনো সম্ভাবনা আছে কি না— সে বিষয়ে এখনই তো কিছু বলতে পারছি না। আমরা যেহেতু পরীক্ষা হলে স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু পালন করেছি, তাই আমাদের পক্ষ থেকে অন্তত কোনো ত্রুটি ঘটেনি এটা বলতে পারি।

শুক্রবার সকাল ১০টায় দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে পাওয়া তথ্য বলছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সামনেই পরীক্ষার আগে-পরে ছিল পরীক্ষার্থী-অভিভাবকদের ভিড়।

ফলে পরীক্ষাকেন্দ্রের বাইরে স্বাস্থ্যবিধি অনুসরণের কোনো সুযোগই ছিল না। পরীক্ষাকেন্দ্রেও সবখানে পরীক্ষার্থীদের তিন ফুট দূরত্বে বসানোর ব্যবস্থা করা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ