বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই

কোরবানির ছুরি নিয়ে রাজনীতি করার কিছু নেই: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোদিবিরোধী কর্মসূচিতে হামলা ও নেতাকর্মী হতাহতের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ শুক্রবার বাদ জুমা সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক বলেন, বন্দুকের নল বা চোখ রাঙানি দিয়ে হেফাজত ইসলামকে শান্ত করে ফেলবেন, এমনটা কেউ চিন্তা করে থাকলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনারা যথাযথভাবে তদন্ত করুন। পুলিশি হেফাজতে থাকা কর্মীদের ওপরে হামলা হয়েছে, হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। তারা কীভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, জবাব চাই।

কোরবানির কাজে ব্যবহারের জন্য মাদ্রাসায় ছুরিগুলো সংরক্ষণের বিষয়ে মাওলানা মামুনুল হক বলেন, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। সংবাদমাধ্যমের কাছ থেকে আমরা আরো দায়িত্বশীল ভূমিকা আশা করি। তাদের দায়িত্ব, যেকোনো ঘটনা যথাযথভাবে তুলে ধরা।

ভুলক্রমে সাংবাদিকদের ওপর হামলা হয়ে থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, সে জন্য কেন্দ্রীয়ভাবে আমরা দুঃখ প্রকাশ করেছি। তারপরেও যদি আপনারা হেফাজতকে বয়কটের সিদ্ধান্ত নেন, জনগণও আপনাদের বর্জন করবে।

এদিন হেফাজতের বিক্ষোভকে কেন্দ্র করে মসজিদের উত্তর গেটসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জলকামান ও সাজোয়া যান। রাস্তায় দেখা গেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদেরও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ