বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


বইমেলার সময়সূচিতে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বইমেলার সময়সূচীতে এ পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী এখন থেকে বইমেলা বিকেল ৩টা ৪০ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হবে।

আজ বুধবার বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, এখন থেকে বইমেলা বিকেল ৩টা ৪০ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্ধ্যা ৬টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবে না।

এর আগে, বইমেলা প্রতি রবি থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছিল। এর মধ্যে দুপুরের খাবার ও নামাজেরর জন্য ছিল এক ঘণ্টা বিরতি।

ভাষা আন্দোলনের স্মরণে প্রতি বছর ফেব্রুয়ারিতে মাসব্যাপী অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হলেও, এ বছর করোনা মহামারি কারণে এর সময়সূচী নির্ধারণ করা হয়েছিল ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ