বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


কাল বিক্ষোভ: রোববার হরতালের ডাক হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামীকাল শনিবার (২৭ মার্চ) সারাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। পরদিন রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বিষয়টি আজ সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

এর আগে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকারম মসজিদে মুসুল্লিদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ছাত্রদের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এতে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। এ খবর ছড়িয়ে পড়লে সারাদেশ উত্তাল হয়ে পড়ে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ