শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

কুরআনের শিক্ষার্থীকে প্রহারকারী শিক্ষক নয়, জল্লাদ: শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কুরআনের শিক্ষার্থীকে প্রহারকারী শিক্ষক নয়, জল্লাদ বলে উল্লেখ করেছেন বিশিষ্ট ইসলামী স্কলার ও দাঈ শায়খ আহমাদুল্লাহ। আজ তার পেজে দেয়া এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ মন্তব্য করেছেন।

ভিডিওতে দেয়া বক্তব্যের চম্বুকাংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো। তিনি বলেন, ইসলামী শরীয়তের দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত একজন লোক বালেগ না হয় তথা নাবালেগ থাকে, ততক্ষণ পর্যন্ত সে শিশু বলেই গণ্য থাকে। আর কোনো শিশুর প্রতি আল্লাহ রাব্বুল আলামীনের আদেশ-নিষেধ, শাস্তিমুলক কোন বিধান বা দন্ডবিধি প্রযোজ্য হয় না। এ ব্যাপারে সারাবিশ্বের ওলামায়েকেরাম একমত।

যেখানে সৃষ্টিকর্তা তার সৃষ্টির প্রতি এরকম দৃষ্টিভঙ্গি, সেখানে মা-বাবা অথবা অভিভাবক অথবা শিক্ষক বা কারোর জন্য কোনো শিশুর প্রতি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কোন অধিকার নেই। এজন্য শিশুদের প্রতি তা’জীরের (শাস্তি) কোন কথা ইসলাম বলে না। তবে তা’দীব তথা আদবের কথা, তাদেরকে শিষ্টাচার শেখানো, প্রশিক্ষণ দেওয়া, শৃংখলা শিখানো-এগুলোর কথা ইসলাম বলে।

বিশেষ করে একজন শিক্ষকের শিক্ষার্থীর প্রতি কী ধরনের আচরণ হওয়া উচিত, সে ধরনের নির্দেশনা পাই আমরা সূরা আর-রহমান থেকে। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেছেন, ‘যিনি রহমান। যিনি পরম দয়ালু। তিনি মানবজাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন।’ এখানে আল্লাহ রাব্বুল আলামীন মানবজাতির কোরআনের শিক্ষক হিসেবে নিজে অবতীর্ণ হয়েছেন। নিজেকে পেশ করেছেন বা উপস্থাপন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামীন শিক্ষক হিসেবে নিজের যে গুণটি উপস্থাপন করেছেন সেটি হলো, ‘তিনি পরম দয়ালু এবং অত্যান্ত মায়াময়।’

এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আরো যে গুণবাচক নাম রয়েছে, ‘অধিক জ্ঞানী’, ‘অত্যন্ত জ্ঞানী’-এসকল গুণবাচক নামগুলোর তিনি প্রয়োগ না করে ‘দয়ালু’ গুণবাচক নাম তিনি এক্ষেত্রে ব্যবহার করেছেন। তিনি এখানে এই দয়ালু গুণবাচক নাম ব্যবহার করে এ বার্তা দিয়েছেন যে, যারা শিক্ষক হিসাবে অবতীর্ণ হবে তাদেরকে দয়ালু হতে হবে। তাদের অন্তরে থাকতে হবে মায়া। যেমনটি আল্লাহ তাআলা তার নিজের ক্ষেত্রে উল্লেখ করেছেন।

অতএব একজন কোরআনের শিক্ষক-শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করতে পারেন না। অমানবিক আচরণ করতে পারেন না। যদি করেন তাহলে তিনি কোরআনের শিক্ষক নয় বরং জল্লাদ।

আবু দাউদ শরীফের রাসূলে করিম সা. ইরশাদ করেছেন, ‘তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে নামাজের নির্দেশ করো। আর তারা যখন দশ বছর বয়সে উপনীত হয় তখনও যদি নামাজ আদায় না করে, তাহলে শাসনমূলক ব্যবস্থা গ্রহন করো। অর্থাৎ প্রহার করো। আর এ প্রহারটা হবে শাসনমূলক। আজকাল প্রহার করার নামে যে দৃশ্য আমরা দেখতে পাই এখানে সেটি মোটেও বুঝানো হয়নি।

ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম মালেক রহ.সহ সকল উলামায়ে কেরাম বা স্কলারগণ এ হাদীসের ব্যাখ্যায় বলেছেন যে, সর্বোচ্চ শিশুকে তিনটি বাড়ি দেয়া যেতে পারে। নামাজ না পড়ার কারণে এবং সেটি শাস্তিমুলক নয় সেটি শাসনমূলক। শুধুমাত্র তাকে নামাজের প্রতি গুরুত্ব বোঝানোর জন্য এ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং তার গায়ে দাগ পড়তে পারে, সে অনেক বেশি ব্যথা পেতে পারে, এরকমভাবে কোন ভাবেই প্রহার করা যাবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ