বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে তিন দিন করে ছুটি প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকেলে আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ

লাখো মুসল্লির কান্নাভেজা মুনাজাতে শেষ হলো বরুণা মাদরাসার ছালানা ইজলাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: লাখো মুসল্লির মুনাজাতের মাধ্যমে শেষ হলো সিলেট বিভাগের সবচেয়ে বড় ছালানা ইজলাস আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

আজ শনিবার ফজরের নামাজ আগে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদীর আখেরী মুনাজাতের মাধ্যমে এটি শেষ হয়।

জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুক্রবার সকাল ১০টায় মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভীর বয়ানের মধ্যদিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দিবা-রাত্রীব্যাপী এই মহাসম্মেলনে অংশ নিতে শুক্রবার সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ওলী, বুযুর্গ, আলেম-ওলামা ও সাধারণ মানুষ হযরত শায়খে বর্ণভী রহ.-এর মুরিদানের আগমনে শ্রীমঙ্গলের বরুণা মাদরাসা ময়দান ধর্মপ্রাণ মুসলমানদের পদভারে মুখরিত হয়েছিল। সকাল থেকেই দূর-দুরান্ত আশপাশের লোকজন জুমার নামাজের জামাতে অংশ নিতে হেঁটে বরুণা মাদরাসা ময়দানে আসেন।

দুপুর ১টায় জামেয়ার দৃষ্টিনন্দন মসজিদ ও সুবিশাল মাঠ জুড়ে লাখো মুসল্লির অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন মুফতি রশিদুর রহমান ফারুকী (পীর সাহেব বরুনা)৷

সম্মেলনে মাওলানা নজরুল ইসলাম কাসেমী, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা মুখলিসুর রহমান কিয়ামপুরীসহ দেশ-বিদেশের প্রখ্যাত আলেম, বরেণ্য ইসলামি স্কলার, বুজুর্গানে দ্বীন ও ইসলামি চিন্তাবিদরা বয়ান করেন।

মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী প্রথমবারের মতো সম্মেলনে সভাপতিত্ব করেন। এর আগে দীর্ঘদিন সভাপতিত্ব করেছেন বরুণা মাদরাসার সদরে মুহতামিম ও আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী।

বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী জানান, ‘লাখো মানুষের এ আন্তর্জাতিক মহাসম্মেলনে সকাল ১০টা থেকে শেষ রাত পর্যন্ত দেশ বিদেশের দাওয়াতি উলামায়ে কেরাম বয়ান পেশ করেন। শেষরাতে লাখো মানুষের জিকিরে বিমোহিত হয় আল্লাহু আল্লাহু ধ্বনি। আখেরী মুনাজাতে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে সম্মেলন সমাপ্ত হয়’।

প্রসঙ্গত, শায়খুল আরব ওয়াল আজম মাওলানা হোসাইন আহমদ মাদানি রহ.-এর খলিফা, বরেণ্য বুজুর্গ, শায়খ লুৎফুর রহমান বর্ণভী রহ. ১৯৪১ সালে বরুণা মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিক্ষা ছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসাটি সমাজ কল্যাণমূলক নানা কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বৃহত্তর সিলেট অঞ্চলে খ্যাতি লাভ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ