বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে তিন দিন করে ছুটি প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকেলে আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ

‘ধর্মীয় শিক্ষার অভাবে শিক্ষার্থীদের চরিত্রের চরম অবনতি ঘটছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের আশ্রাফী বলেন, ধর্মীয় শিক্ষার অভাবে শিক্ষার্থীদের চরিত্রের চরম অবনতি ঘটছে, তাই শিক্ষার প্রতিটি স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। চরিত্রবান শিক্ষিত জনশক্তি তৈরিতে কল্যানকর শিক্ষানীতি প্রণয়ন এখন সময়ের দাবি।

বুধবার (২৭ জানুয়ারি) বরিশাল নগরীর আইএবি কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর আওতাধীন মডেল থানা দক্ষিণের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আল্লাহভীরু, সৎ, যোগ্য ও আদর্শবান দেশপ্রেমিক জনশক্তি গড়তে ইশা ছাত্র আন্দোলনের বিকল্প নেই। এদেশে আদর্শ ছাত্র রাজনীতির অনন্য উদাহরণ ইশা ছাত্র আন্দোলন। ইশা ছাত্র আন্দোলন দেশের সকল সংকটময় মুহূর্তে সাধারন জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে। ইনশাআল্লাহ।

শাখা সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মাদ আল-আমিনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহপ্রচার সম্পাদক কে এম বায়জিদ, সহঅর্থ সম্পাদক এস এম ছাব্বির রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল হক, ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান, ইসলামী যুব আন্দোলন মডেল থানা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ্ প্রমুখ।

প্রধান বক্তা তার বক্তব্যের শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর আওতাধীন মডেল থানা দক্ষিন শাখার বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২১ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আল আমীন মনোনীত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ