বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


রংপুরে পলিথিনবিরোধী অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রির দায়ে ৯ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৩ টন পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সিটি বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

নগরীর সিটি বাজারসহ বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র‍্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।

তিনি বলেন, অভিযানের সময় সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রি করার অপরাধে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩ টন বিভিন্ন ধরনের পলিথিনসহ বিপুল পরিমাণ ক্ষতিকর পণ্য জব্দ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ