আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ান ইসলামিক দাঈ রিজিক শিহাবকে করোনাভাইরাস মহামারীর মধ্যে ধর্মীয় সভা করায় গ্রেপ্তার করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। তাকে গ্রেপ্তারের আগে গত সপ্তাহে তার দল ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্টের ৬ নেতাকর্মীকে গুলি করে হত্যা করে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রিজিক শিহাবের বিরুদ্ধে অভিযোগের তদন্তকালে তারা হঠাত করে অনিরাপদ বোধ করলে তার সমর্থকদের ওপর গুলি করতে বাধ্য হয় পুলিশ। এর আগে রিজিক শিহাব দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, গতমাসে নির্বাসন থেকে ফিরে তিনি একাধিক ধর্মীয় সমাবেশ করেন। এতে করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের মানুষকে আরো হুমকির মুখে ঠেলে দেয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, রিজিক শিহাব ইন্দোনেশিয়ার সবথেকে প্রভাবশালী ইসলামপন্থী নেতাদের একজন। তবে তিনি বিভিন্ন ষড়যন্ত্রের কবলে পড়ে ২০১৭ সালে দেশ ছেড়ে পালিয়ে বাধ্য হন।
-কেএল