আওয়ার ইসলাম: নতুন নতুন ফার্মে ছড়িয়ে পড়ছে জাপানের সবচেয়ে ভয়াবহ বার্ড ফ্লু। এতে দেশটির ৪৭টি এলাকার শতকরা প্রায় ২০ ভাগ এই ফ্লুতে সংক্রমিত হয়েছে। আক্রান্ত হয়ে অধিক পরিমাণ মৃত্যুর পর কর্মকর্তারা ফার্মগুলোর আরো হাঁস-মুরগি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন।
জানা যায়, এভিয়েন ইনফ্লুয়েঞ্জা জাপানের শিগার হিগাশিওমি শহরে একটি ডিম উৎপাদনকারী ফার্মে শনাক্ত হয়। এরপর সেখানে প্রায় ১১ হাজার হাঁস-মুরগি মেরে তা মাটিচাপা দেয়া হবে। অন্যদিকে কাগাওয়া অঞ্চলেও এই সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় সোমবার বলেছে, গত মাসে সেখানে এই সংক্রমণ দেখা দেয়।
উল্লেখ্য, জাপানে এবং প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংগঠন এফএও’র মতে, এই ভাইরাস বিশ্বের পোল্ট্রি খাতে মহামারির মতো দেখা দিয়েছে। এই সংক্রমণ এশিয়ায় বিস্তার ঘটছে।
-কেএল