কাউসার লাবীব: হেফাজতে ইসলামের মহাসচিব, বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস, জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন ক্বাসেমী (রাহ) এর ইন্তেকালে সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনার উদ্যোগে আজ ১৩ই ডিসেম্বর ২০২০ (রবিবার) দারুল আমাল জামে মসজিদ স্পেনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিরাতে মুস্তাক্বীমের সভাপতি মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও শুরা সদস্য হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদির উপস্থাপনায় উপস্থিত দোয়া মাহফিলে তাঁর জীবনের বিষয়ক আলোচনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিরাতে মুস্তাক্বীমের শুরা সদস্য মাওলানা ইলিয়াছ আহমদ, দারুল আমাল মসজিদের ইমাম মাওলানা আজমুল ইসলাম সেলিম ও ক্বারী হাফিজ মাওলানা মাসউদ আহমদ, কমিউনিটি নেতা দেলোয়ার রেজা চৌধুরী, নাহিদ আহমদ, এখলাসুর রাহমান,শাহিন আহমদ প্রমুখ।
-কেএল