রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল! বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

অবিভক্ত ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর দায়িত্ব হস্তান্তর অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর বিভক্ত চার শাখাকে দায়িত্ব হস্তান্তর অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ ডিসেম্বর) শুক্রবার, বিকাল ৩টায় রাজধানীর পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা এখলাসুর রহমান রিয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র জমিয়ত সভাপতি এখলাসুর রহমান রিয়াদ বলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ একটি আদর্শিক ছাত্র সংগঠন। ছাত্র জমিয়তকে শুধু মিটিং, মিছিল আর স্লোগানে সীমাবদ্ধ না রেখে, মেধাভিত্তিক দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে একটি টিম সার্বক্ষণিক মুরুব্বিদের সাথে পরামর্শ করে যাচ্ছে।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কাজকে আরো গতিশীল করে তৃণমূলে পৌঁছে দেয়ার জন্য ঢাকা মহানগর কমিটির এই বিভক্তির প্রয়োজন ছিলো। তাই সময়ের প্রয়োজনে এটা করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী বলেন, ছাত্র জমিয়তকে তৃনমুলে পৌঁছে দিতে আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করেছি। আমি আজকের ঢাকা মহানগরের চার শাখার কাছে আবেদন রাখবো, আপনারা নিজেরা যোগ্য হওয়ার পাশাপাশি উম্মাহ'র নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবেন। আবেগকে নিয়ন্ত্রণ করে ছাত্র জমিয়তের কাজকে ঢাকার অলিগলিতে পৌঁছে দিবেন।

পরিশেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন ছাত্র জমিয়ত ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদরুল হাসান মাশকুর, অর্থ সম্পাদক মাহদী হাসান, কার্যকরী সদস্য মিনহাজ খান সহ ঢাকা মহানগরের বিভক্ত চার শাখার ছাত্র জমিয়তের গুরত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ