আওয়ার ইসলাম: যত সময় গড়াচ্ছে ততই যেনো শক্তিশালী হচ্ছে এই করোনা ভাইরাস। প্রায় ১ বছর হতে চললো সংক্রমণের বয়স, এর মধ্যেই ভাইরাসটি পৌঁছে গেছে ৭ কোটি মানুষের শরীরে।
আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সবশেষ (বাংলাদেশ সময় ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা) তথ্যানুযায়ী, পৃথিবীব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৯২ লাখ ৩২ হাজার মানুষ। একই সময় পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৭৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ৫২৭ জন।
মৃত্যু এবং সুস্থ হয়ে ওঠা বাদ দিলে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় আছেন ১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৩৫১ জন। এর মধ্যে স্বাভাবিক অবস্থায় আছেন ১ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ৪৬১ জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এমন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৮৯০ জন। চিকিৎসকরা এদের ফিরে আসার ব্যাপারে ইতিবাচক নন।
ইউরোপের কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্রে এখন চলছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউ যখন তুঙ্গে তখন সারা পৃথিবীতে একদিনে আক্রান্ত হতো ২ থেকে ৩ লাখ মানুষ। দ্বিতীয় ঢেউয়ের এই শক্তি এতটাই প্রবল যে, দৈনিক সংক্রমণের হার পৌঁছে গেছে প্রায় ৭ লাখে। গতকাল ৯ ডিসেম্বর বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৭২ জন। ৪ ডিসেম্বর আক্রান্ত হয়েছিলেন এ যাবতকালের সর্বোচ্চ ৬ লাখ ৯৫ হাজার।
-এটি