আওয়ার ইসলাম: এবার ফ্রান্সে একটি গির্জার পাদ্রীকে গুলি করলো এক খ্রিস্টান যুবক। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে এই ঘটনা ঘটেছে। আহত পাদ্রীর অবস্থা আশঙ্কাজনক। স্কাইনিউজের বরাতে জানা যায় পুলিশ যুবককে আটক করতে সক্ষম হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশসূত্রে জানা যায়, স্থানীয় সময় বিকেল চারটার দিকে শট গান থেকে দুইবার গুলি করে পালিয়েছে সেই যুবক। আশঙ্কাজনক অবস্থায় সেই পাদ্রী এখন মৃত্যুমুখে। এর আগে নিস শহরে নটরডেম গির্জার বাইরে তিনজনকে মাথা কেটে করে খুন করেছিল এক যুবক। তার পরই গোটা ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল কর্তৃপক্ষ।
৩১ অক্টোবর বিকেলে উপাসনা শেষে গির্জা থেকে বের হচ্ছিলেন সেই পাদ্রী। তখনই ঐ যুবক উপর গুলি চালায়। তার খোঁজে গোটা শহরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এমডব্লিউ/