বেলায়েত হুসাইন: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তার দেশে ইসলাম ও তার নবী মুহাম্মাদ (সা.) এর উপর ধারাবাহিক অবমাননার পদক্ষেপের সমর্থন জানানোর পর ফ্রান্সের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মুসলিমবিশ্ব। বিশ্বের উল্লেখযোগ্য একাধিক মুসলিম ও আরব রাষ্ট্র বিশেষত মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে।
টুইটার, ফেসবুক, ইন্স্টাগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে هاشتاغ #فرنسا_تسيء_لنبي_الأمة (#উম্মাহর নবীকে ফ্রান্সের অবমাননা) এই হ্যাশট্যাগ ব্যবহারের সঙ্গে সঙ্গে সৌদি আরব, মরোক্কো, আলজেরিয়া, মিসর, কুয়েত এবং বাহরাইন সহ আরো কয়েকটি দেশের নাগরিকরা এই আহবান জানাচ্ছেন।
তারা বলছেন, নিজেদের অবস্থান থেকে আমাদের সবারই ইসলাম ও মহানবী (সা.)- এর অবমাননার প্রতিবাদ করা উচত্। ফরাসি পণ্য বর্জন- এটাও একটি কার্যকর প্রতিবাদ বলে তারা মনে করেন। সূত্র: আল জাজিরা মুবাশির
-এএ