আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা ডক্টর আলিদ খানের উপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত আরও একটি সিসিটিভির ভিডিও ফুটেজ ও হামলাকারীর ছবি পেয়েছে পুলিশ।
পুলিশের বরাতে দেশটির একটি বেসরকারি টিভি জানিয়েছে, করাচির শাহ ফয়সাল কলোনীতে শহিদ হওয়া মাওলানা ড. আদিল খানের উপর হামলার দ্বিতীয় সিসিটিভ ফুটেজ পুলিশ পেয়েছে।
সিসি ফুটেজে হামলার আগে মাওলানা আদিল খানের গাড়ি আসতে দেখা গেছে। ফুটেজে আরও দেখা গেছে, এক ব্যক্তি মোটরসাইকেলে করে মাওলানা আদিলের গাড়ির অনুসরণ করছে। ওই ব্যক্তি প্যান্ট-শার্ট এবং কালো রংয়ের হেলমেট পড়া ছিল। ওই ব্যক্তি হামলাকারীদেরসাথে পালিয়ে যায়।
পুলিশের সূত্র জানিয়েছে, কোরেঙ্গী দারুল উলূম থেকে মাওলানা আদিল খানকে পিছু করছিল সন্ত্রাসীরা। সেখানে তিনি মাগরিবের নামাজ পড়ে ৭টা ২০ মিনিটে বের হন। এবং ৭টা ৪০ মিনিটে তার উপর হামলা চালানো হয়। সূত্র: ডেইলি পাকিস্তান
-এএ