রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল! বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

শুধু ধর্ষণ নয়, ব্যাভিচারের শাস্তিও কার্যকর করতে হবে: জমিয়ত ঢাকা মহানগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধু ধর্ষণ নয়, জেনা-ব্যাভিচারেরও শাস্তি কার্যকর করতে হবে বলে দাবী জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

তারা বলেছেন, গোটা দেশে ধর্ষণ এক ভয়ংকর মহামারির রূপ ধারণ করেছে। এক শ্রেণীর লোক মা-বোনদের ইজ্জত-সম্ভ্রম লুটে নিচ্ছে। তারা মানবতার শত্রু। অতি দ্রুত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শুধু ধর্ষণের শাস্তি নয়, জেনা-ব্যাভিচারেরও শাস্তি কার্যকর করতে হবে।

গতকাল শনিবার (১০ অক্টোবর) বাদ আসর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেইটে ‘ধর্ষণ ও নারী নির্যাতনের দ্রুত বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে’র দাবীতে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ-মিছিলপূর্ব সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সভাপতিত্বে এবং মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদেমানীর পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজিপুরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা নুরুল আলম ইসহাকী, মাওলানা হাফেজ ওমর আলী, মাওলানা হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী নূর মোহাম্মাদ ও মহানগর যুব জমিয়তের সভাপতি মুফতী সাইফুদ্দীন ইউসুফ ফাহীম প্রমূখ।

সভাপতির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, এ দেশের মুক্তিযোদ্ধারা ধর্ষণের এই বাংলাদেশ দেখার জন্য
মুক্তিযুদ্ধ করেননি। মানুষরূপী পশুদের এই হিস্রতা দেখার জন্য এই দেশ স্বাধীন করেননি। নোয়াখালীর বেগমগঞ্জে আমার মা কিংবা আমার বোন ধর্ষিতা হয়নি, ধর্ষিত হয়েছে আমার স্বাধীনতা। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনি অতি দ্রুত এই ধর্ষকদের থামান ও তাদের উপর মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করুন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ