বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে: পীর সাহেব চরমোনাই ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায় কেরামের বিকল্প নেই: শায়খে চরমোনাই গোপালগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা তফসিল: বিটিভি ও বেতারে রেকর্ড হলো সিইসির ভাষণ

ওমরাকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা, করোনা শনাক্তে আধুনিক ক্যামরা স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পবিত্র ওমরাহ চালু করার ঘোষণা দিয়ে স্বাস্থবিধি অনুযায়ী কাবা প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরবের মসজিদে হারাম প্রশাসন।

সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ জানায়, ওমরাহ আদায় করতে বায়তুল্লাহয় আগমনকারী মুসল্লিদের জন্য স্বাস্থসম্মত পদ্ধতির আধুনিক ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

হরামাইন প্রশাসনের প্রধান ড. শায়েখ আবদুর রহমান আস-সুদাইস বলেন, আমরা করোনা ভাইরাস রোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়াও মসজিদুল হারামে উন্নত ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এর আগে পবিত্র হজ শেষে করোনা ভাইরাস রোধে সব ধরণের কার্যক্রম বন্ধ রেখেছিলো হারামাইন শরিফাইন। পর্যায়ক্রমে আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

মসজিদ আল হারাম এবং মসজিদুন নববিকে করোনার ভাইরাস থেকে রক্ষা করার জন্য প্রশাসন বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে।

এর মধ্যে তাপীয় ক্যামেরা সর্বশেষ প্রযুক্তি হিসেবে সজ্জিত করা হয়েছে। এর মাধ্যমে করোনা রোগী শনাক্ত করা সহজ হবে বলে জানায়। এর বৈশিষ্ট্য হল কোনও ওমরা পালনকারী যদি তার সামনে গিয়ে দাঁড়ায়, তার শরীরে যদি সীমা ছাড়ানো তাপমাত্রা থাকে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজবে। প্রশাসন এমন অসুস্থ ব্যক্তির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। কোনও আক্রান্ত ব্যাক্তি দ্বারা যেরো কোনো মুসল্লি আক্রান্ত না হোন।

ড. আবদুল রহমান আস-সুদাইস এ আধুনিক ক্যামরা উদ্বোধন করেন। তিনি বলেন, করোনার ভাইরাসের বিস্তার রোধে এবং দর্শনার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।  সূত্র: বাসিরাত অনলাইন, এসপিএ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ