শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ময়মনসিংহে করোনায় মৃতদের কাফন-দাফন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহে করোনায় মৃত ব্যক্তিদের কাফন-দাফন এবং কাফন-দাফনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ময়মনসিংহের নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সহযোগিতায়, আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের তত্বাবধানে, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

জানা যায়, সোমববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই কর্মশালা। এতে প্রায় ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। ২০জন করে দু’টি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণটি দেয়া হয়।

প্রশিক্ষণ দেন মারকাজুল ইসলামী বাংলাদেশের ভাইস চেয়ারম্যান হামযা শহিদুল ইসলাম। তিনি সকল প্রশিক্ষণার্থীদের করোনায় আক্রান্তদেরকে কিভাবে কাফন-দাফন করে এবং পাশাপাশি নিজেদের নিরাপত্তা কিভাবে ঠিক রাখতে হবে এই বিষয়ে সার্বিক প্রশিক্ষণদান করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে প্রয়োজনীয় উপকরণ প্রধান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ্, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমানসহ ইত্তেফাকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ