শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


লামায় ৮ বছরের শিশুকে শ্লীলতাহানি, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবানের লামা উপজেলায় আট বছর বয়সী এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। শিশুটি বাম ও ডান হাতির ছডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাম ও ডান হাতির ছডা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুর স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশুটি বাডীর পাশের পাহাড়ে গরু চরাতে গেলে ফাঁসিয়াখালী ইউপির ৬নং ওয়ার্ড হায়দারনাশী এলাকার মুহা. রমজান আলীর ছেলে বখাটে আরিফ তাকে একা পেয়ে জোরপূর্বক তার খামার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি শিশুটির স্বজনেরা জানতে পেরে লামা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে আরিফকে আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মিজানুর রহমান বলেন, ঘটনার অভিযোগ পাওয়া মাত্র অভিযান চালিয়ে বিকেল ৫ টায় আরিফকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ