শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ফরিদপুরে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ৩ র‌্যাব সদস্যসহ নতুন করে আরও ৩০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জন।

ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব(পিসিআর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ফরিদপুরে নতুন করে যে ৩০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর সদরে ১১ জন, বোয়ালমারীতে ৯ জন, নগরকান্দায় ৩ জন, ভাঙ্গায় ১ জন, মধুখালীতে ২ জন এবং চরভদ্রাসনে ৪ জন।

ফরিদপুর সদরে আক্রান্তদের মধ্যে ৩ জন র‌্যাব সদস্য রয়েছেন। এছাড়াও শহরের আলীপুর এলাকায় ১জন, বিলমামুদপুরে ১ জন, টেপাখোলা গোলপদ্দি মাতুব্বর ডাঙ্গী ১জন, রঘুনন্দনপুরের ১ জন, ঝিলটুলির ১ জন, অম্বিকাপুরের ১ জন, দয়ারামপুরের ১ জন এবং সিভিল সার্জন অফিসের ১ জন।

ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, রোববার ফরিদপুর ও গোপালগঞ্জের ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে মোট পজিটিভ হয়েছে ৫৩ জন। যার মধ্যে গোপালগঞ্জের ২১, ফরিদপুরের ৩০, রাজবাড়ীর ১ এবং নড়াইল এর ১ জন রয়েছে।

রোববার (৭ জুন) পর্যন্ত ফরিদপুরে মোট শনাক্ত ৫০৯ জনের মধ্যে ফরিদপুর সদরে ১২৫ জন, ভাঙ্গায় ১৩২ জন, বোয়ালমারীতে ৭৫, নগরকান্দায় ৪২, চরভদ্রাসনে ৪৩, আলফাডাঙ্গায় ৩২, সদরপুরে ৩০, মধুখালীতে ১৬ এবং সালথায় ১৪ জন।

ফরিদপুরের সিভিল সার্জন মুহা. ছিদ্দীকুর রহমান বলেন, আক্রান্তদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাদের ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হবে।

ফরিদপুরের পুলিশ সুপার মুহা. আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, নতুন করে যাদের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি লক-ডাউন করে দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ