শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


চাঁদপুর মহামায়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মুজ্জাম্মেল হকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান : চাঁদপুরের মহামায়া মাদরাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুজ্জাম্মেল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার দুপুর ২টার দিকে বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, কুমিল্লা বরুড়া গোসটা এলাকার বাসিন্দা তিনি। আজ তিনি বাজার করতে গেলে তার ডায়াবেটিস লো হয়ে যায়। পরে তাকে বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ আছরের পর গ্রামের মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ