আওয়ার ইসলাম: ভারতে এনআরসি ও সিএএ-এর নামে মুসলিম হত্যা, মসজিদ ধ্বংস এবং বাংলাদেশে নরেন্দ্র মোদি'র আগমনের প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ।
আজ শনিবার বিকেল ৩ টায় হাটহাজারীর ডাক বাংলোচত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি। প্রধান বক্তা হিসেবে থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে আহুত এ বিক্ষোভে দলমত নির্বিশেষে যোগদান করার আহ্বান জানিয়েছেন হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফি।
-এএ/আরএম